ব্রাহ্মণাড়িয়ায় ঘরে ঢুকে হত্যা, পিটিয়ে জখম করলো ১৪ বছরের সন্তানকেও

ব্রাহ্মণবাড়িয়া, 7 April 2025, 7 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই সপ্তাহ আগে স্বামীকে কুপিয়ে জখম করা হয়। এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। এ অবস্থায় সোমবার (৭ এপ্রিল) তার স্ত্রীকে ঘরে ঢুকে হত্যা করা হলো। এসময় পিটিয়ে জখম করা হয় তাদের ১৪ বছরের সন্তানকে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের পুঁথাই গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার ভোরে ওই গ্রামের মানিক মিয়ার স্ত্রী ময়না বেগমকে (৪৬) হত্যা করে তারই স্বজনরা। এর দুই সপ্তাহ আগে মানিক মিয়ার উপর হামলা করা হয়। সোমবারের হামলায় তাদের ছেলে মহিমও (১৪) আহত হয়।
নিহতের পরিবার জানায়, মানিক মিয়ার সঙ্গে তার আপন ভাই ও চাচাতো ভাইদের জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার ভোরে মানিক মিয়ার ঘরে হামলা চালিয়ে গবাদি পশু লুট করা হয়। এতে মানিক মিয়ার স্ত্রী ময়না ও ছেলে মহিম বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করা হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ময়না বেগমকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হত্যাকাণ্ডের শিকার ওই নারীর লাশের ময়নাতদন্ত জেলা সদর হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।