ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নাসির (৩৫) নামে এক মাদক কারবারীকে আটক করেছে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের লক্ষীপুর বিওপির সদস্যরা। সোমবার দিবাগত রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ধোরানাল এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। তবে এ সময় অপর দুই মাদক কারবারী ধোরনাল এলাকার রশিদ খন্দকারের ছেলে মোঃ দুলাল হোসেন (৪৫) ও মতিউর রহমান খন্দকারের ছেলে সফিউল আলম খন্দকার ওরফে টিটু পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। আটককৃত মোঃ নাসিরকে বিজয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুল ইসলাম জানান, বিজিবি সদস্যরা মোঃ নাসিরকে ১শ ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে বিজয়নগর থানায় সোপর্দ করে। তবে টিটু ও দুলাল পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। এ ঘটনায় তাদের তিনজনের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
নাসিরকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এছাড়া পলাতক টিটু ও দুলালকে ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানায়, দুলাল ও টিটু দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সাথে জড়িত। তারা বিভিন্ন সময়ে লক্ষীপুর সীমান্ত দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক ধোরনাল গ্রামে চোরাচালান করে থাকে। এতে যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে।
স্থানীয়রা আরো বলেন, দুলাল ও টিটুকে আইনের আওতায় আনতে পারলে এই চক্রের সাথে জড়িত আরো অনেক মাদক ব্যবসায়ীদেরও আইনের কব্জায় আনা সম্ভব হবে।