নিউজ ডেস্ক : ডব্লিউেফপি’র সহযোগীতায় শিক্ষা নিয়ে কাজ করা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিড এর আয়োজনে প্রাক-প্রথমিক শ্রেণিতে ভাষার দক্ষতা উন্নয়ন বিষয়ক দু”দিন ব্যাপী অবহিতকরণ সভা সমাপ্ত হয়েছে।
কুতুবদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে আয়োজিত প্রাক প্রাথমিক শ্রেণির বাংলা বিষয়ের শিক্ষকগণের অবহিতকরণ সভার সমাপনী অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন দীপংকর তঞ্চঙ্গা, উপজেলা নির্বাহী অফিসার কুতুবদিয়া, কক্সবাজার।
ঢাকা মহানগর শিক্ষা কমিটির সাবেক অন্যতম সদস্য রুম টু রিড এর এলএফ আফজালুর রহমান রিপনের প্রাণবন্ত উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র লিটারেসি প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান।
প্রশিক্ষক ছিলেন কক্সবাজার পিটিআই এর ইন্সট্রাক্টর মো. ইলিয়াছ আহমেদ, লিটারেসি প্রোগ্রাম অফিসার সামিউল হোসেন, কে এস রেড ক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, ফ্লাইট ল্যাফটেনেন্ট কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহুমাত্রিক গুণী শিক্ষক, মাস্টার ট্রেইনার শমসের নেওয়াজ মুক্তা। এ ভেন্যুতে কুতুবদিয়ার ২৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির বাংলা বিষয়ের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
কুতুবদিয়া মডেল সরকারি প্নাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সেক্রেটারী মো. ফরিদুল আলম, এলপিএ মোস্তাফিজুর রহমান, এলএফ হুমাইরা বেগম, আজগর হোছাইন, মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
উল্লখ্য, একই বিষয়ের অপর ভেন্যু অফিসার্স ক্লাবে ও গতকাল উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার মুসলিম উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া রুম টু রিড এর প্রোগ্রাম ম্যানেজার চিত্তপ্রিয় আচার্য্য, ডব্লিও এফপি প্রতিনিধি পিপিএ জর্জ সুমন, পিএ আজহারুল ইসলাম উভয় প্রশিক্ষণ ভেন্যু পরিদর্শন করেন।
রুম টু রিড কুতুবদিয়ায় ৫৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ার অভ্যাস ও দক্ষতা উন্নয়নে অসাধারণ কাজ করছে।
শিক্ষানুরাগী উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন রুম টু রিড সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়, অধিদপ্তর ও সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদনক্রমে সরকারের পাশাপাশি প্রাথমিক শিক্ষার উন্নয়নে সহযোগীতা করছে। তিনি এ সস্থার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর সহযোগীতা অব্যাহত রাখার আশ্বাস দেন।