গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1117274 বার পড়া হয়েছে,
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর থেকে তাকে আটক করা হয়।
আটক মো. সাগর মিয়া (২৭) জেলার সীমান্তবর্তী কসবা উপজেলার বাসিন্দা।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল সুলতানপুর এলাকায় অভিযান চালায়।
এসময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৭২ কেজি গাঁজাসহ সাগরকে আটক করা হয়।
তিনি আরও জানান, সাগর দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত বলে প্রাথমিকভাবে সে জানিয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়েছে।