ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে তরুণ নিহত

ব্রাহ্মণবাড়িয়া, 21 October 2021, 474 বার পড়া হয়েছে,
আদিত্ব্য কামাল : ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আকাশ (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকাশ ওই গ্রামের উত্তরপাড়া এলাকার শেখ হুমায়ূনের ছেলে। এ ঘটনায় ফায়েজ (১৬), আরমান (২০), রাকিব (১৪) ও মাসুম (১৭) নামে আরও চার তরুণ আহত হয়েছেন। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত পরিবার ও স্থানীয়রা জানান, আকাশের সঙ্গে তার পার্শ্ববর্তী এলাকার রিফাতের পূর্ব থেকে শত্রুতা ছিল। এরই জের সন্ধ্যায় মধ্যপাড়ায় রিফাত তার বাড়ির পাশে আকাশকে ছুরিকাঘাত করেন। উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, নিহত আকাশের শরীরে চার/পাঁচটি ছুরির আঘাত রয়েছে, লাশ মর্গে রাখা আছে।তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে ।