বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া, 3 December 2025, 42 বার পড়া হয়েছে,
কোহিনূর আক্তার প্রিয়া : বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলাদলের সহ-সম্পাদিকা শাহ-মাহমুদা আক্তার সখী’র এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় পশ্চিম মেড্ডা আলীয়া মাদ্রাসা রোড সখীর বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা মহিলা দলের সম্পাদিকা শামীমা বাছির স্মৃতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. জিয়াসমিন আক্তার সদর উপজেলা সভানেত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. শারমিন সুলতানা সদস্য জেলা বিএনপি, দেওয়ান দেলোয়ারা কবীর উপজেলা মহিলা সম্পাদিকা। বিশিষ্ট নারী সংগঠক কোহিনূর আক্তার প্রিয়া।
উপস্থাপনায় ছিলেন, ফারজানা খানম জারমিন সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক মহিলাদল।
দোয়া পরিচালনা করেন, শামীমা আক্তার।