বেতন কমিশনের গেজেট প্রকাশের দাবি- ডিসিকে স্মারকলিপি দিল বাকাসস ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া, 1 December 2025, 7 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : জাতীয় বেতন কমিশন-২০২৫ এর প্রস্তাবনা গেজেট আকারে প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসক কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি এম এম জাকারিয়া আহমেদ, জেলা নাজির মো. আরিফুর রহমান, সহকারী নাজির প্রদীপ মল্লিক, অফিস সহকারী মো. বাচ্চু মিয়া, রেকর্ড কিপার শফিকুল ইসলাম, অফিস সহকারী আরফিন মিয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া, গোপনীয় সহকারী মনির হোসেন ও অফিস সহকারী ইব্রাহিম মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠানটির নেতৃবৃন্দ বলেন, জাতীয় বেতন কমিশনের প্রস্তাব দ্রুত গেজেট আকারে প্রকাশ এবং বাস্তবায়ন করা হলে দেশের প্রশাসনিক কর্মচারীরা তাদের ন্যায্য প্রাপ্তি নিশ্চিত করতে পারবেন।