কোহিনূর আক্তার প্রিয়া : সামাজিক ও মানবিক সংগঠন ‘রক্তের সন্ধানে ব্রাহ্মণবাড়িয়া’র ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী ও সেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০ টা থেকে জেলা শহরের কাউতুলি স্বপ্নতরী কনভেনশন হলে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আব্দুল মতিন শিপনের সঞ্চালনায়, রক্তের সন্ধানে ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক কাজী শাহীনের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বপ্নতরীর কর্ণধার তাহের উদ্দিন ভূঁইয়া, ডাঃ তানভীর আহমেদ, মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি সাংবাদিক এইচ এম জাকারিয়া, জনতার খবর এর সম্পাদক আদিত্ব্য কামাল, বিশিষ্ট নারী সংগঠক পথ শিশুদের জননী প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়া কর্ণধার কোহিনূর আক্তার প্রিয়া, উর্মী বিউটি পার্লারের কর্ণধার নাঈমা আহমেদ উর্মী, নারী উদ্যোক্তা আখিঁ নূর, লাকি আক্তার, প্রবাসী সেচ্ছাসেবক মোঃ মোজাহিদ।
এতে মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্বারক দেওয়া হয় আমরাই আগামীর চোখ, লক্ষ্য মোদের মানবসেবা, প্রিয় পরিবার ব্রাহ্মণবাড়িয়া, সেবা-ঐক্য ফোরাম বাংলাদেশ, প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়া, রক্তদানের অপেক্ষায় ব্রাহ্মণবাড়িয়া’সহ মোট ৩১ টি সামাজিক সংগঠন ও একশত ১২ জন সেচ্ছাসেবীকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। এছাড়াও আমন্ত্রিত অতিথিদেরকেও সম্মাননা প্রদান করা হয়।
এসময় বক্তারা বলেন, রক্তের সন্ধানে ব্রাহ্মণবাড়িয়া সামাজিক সংগঠনের সকল সামাজিক কাজ সমাজের মানুষকে অনুপ্রাণীত করে। দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়াতে বিনামূল্যে অসহায় রুগীদের রক্ত দান ও মেনেজ করে দিচ্ছে। মানুষের জীবন বাচাতে তার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ছয় বছরে প্রায় বিশ হাজার ব্যাগ দিয়েছে সমাজের প্রতিটি মানুষের উচিত রক্তের সন্ধানে ব্রাহ্মণবাড়িয়ার সেচ্ছাসেবীদের মতো সামাজিক কাজে অংশগ্রহণ করা ও মানুষের মাঝে জনসচেতনতা তৈরি করা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রক্তের সন্ধানে ব্রাহ্মণবাড়িয়া সকল স্বেচ্ছাসেবীদের পাশে থাকবো সব সময়।
এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে উপস্থিত ছিলেন উদ্যাক্তা, রক্তদাতাসহ সংগঠনের দায়িত্বশীল সেচ্ছাসেবী প্রতিষ্ঠাতা আরিফ সরকার লাকি আক্তার এডমিন মনির হোসেন, নুসরাত পিও, নাহিদ আহমেদ রিমন, লাবিব খান, বায়জিদ খান, রুপা আক্তার’।কাওছার আহমেদ সহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন ও সম্মাননা গ্রহন করেন।