আলোচিত স্ত্রী হত্যা মামলার আসামী উজ্জল  মৈশান’কে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 4 April 2025, 11 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার আলোচিত স্ত্রী হত্যা মামলার আসামী উজ্জল  মৈশান’কে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
 গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১ এর একটি আভিযানিক দল শুক্রবার (৪ এপ্রিল) আনুমানিক ১১.৪৫ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার মামলা নং-০২ তারিখ-০১/০২/২০২৫ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ১১ (ক) মূলে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধোর করে হত্যা করার
অপরাধে ১জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন -মোঃ উজ্জল মৈশান (৪৮), পিতা অলি মৈশান, কালিকচ্ছ (মনিরবাগ), সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অন্যান্য আসামীদের গ্রেফতারের
লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।