শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চুরি হওয়া ব্যাটারি চালিত ২ টি অটোরিক্সাসহ অলিউল্লাহ (৩০) পিতা- মৃত: জামাল মিয়া গ্রাম- ইব্রাহিমপুর,থানা- নবীনগর-জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও মোঃ মিজান (২৬)পিতা-মৃত: রাকিবুল ইসলাম,গ্রাম-জিটকা (চৌকিদার বাড়ি),থানা- বোরহানউদ্দিন,জেলা-ভোলা নামের দুই চোরকে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ। পুলিশের এক প্রেস ব্রিফিং থেকে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর ২৪ ইং তারিখে নবীনগর থানার ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের আবুল হোসেনের গ্যারেজ থেকে ০২ টি ব্যাটারি চালিত অটো রিক্সা চুরি হয়ে যায়। পরবর্তীতে বাদীর অভিযোগের প্রেক্ষিতে নবীনগর থানা পুলিশ আজ ২৯ সেপ্টেম্বর ২৪ ইং দুপুর ২ টার দিকে অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ০২ জন চোরকে গ্রেফতারসহ চুরি হওয়া ০২ টি ব্যাটারি চালিত অটো রিক্সা কুমিল্লা জেলার কোতয়ালী থানা এলাকা থেকে উদ্ধার করে। এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবীর বলেন, আমরা অভিযান চালিয়ে চুরি হওয়া ব্যাটারিচালিত ২ টি অটোরিক্সা উদ্ধার ও চুরির ঘটনায় যুক্ত দুই চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগতভাবে মামলা পূর্বক ব্যাবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন,যে কোন অপরাধীর বিরুদ্ধে আমাদের অবস্হান জিরো টলারেন্স। নবীনগর থানা এলাকার শান্তি ও শৃঙ্খলা সমুন্নত রাখতে আমরা বদ্ধপরিকর।