ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির-জামায়াতের অবরোধের প্রতিবাদে মহিলা আ. লীগের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া, 8 November 2023, 109 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির জামায়াত সমর্থন অবরোধের প্রতিবাদে মহিলা আওয়ামীলীগের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৮ নভেম্বর দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে অবরোধের নামে জ্বালাও পোড়াওয়ের প্রতিবাদে ‘বিএনপি জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াও নারী সমাজ‘ এই শ্লোগানে জেলা মহিলা আওয়ামী লীগ এই মানববন্ধন পালন করে।
জেলা মহিলা আওয়ামী লীগের সহ–সভাপতি রেহানা বেগম রানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খোকন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারহানা মিলি, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম তারা দুলি, সহসভাপতি মুক্তি খান প্রমুখ।
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা সুলতানা খানম নিশাত বলেন, আজ আমরা অবরোধের নামে বিএনপি জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। যখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের আনাচে–কানাচে উন্নয়ন হচ্ছে, তখনই বিএনপি জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু তারা এই ষড়যন্ত্র করে পাড় পাবে না। সারাদেশের মানুষ আজ তাদের ধিক্কার দিচ্ছে। তাদের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা তাদের এই হীন অপকর্মের নিন্দা ও প্রতিবাদ জানাই।