কসবায় ১০ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়া, 22 August 2023, 109 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কসবা থানা পুলিশ।
সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হাজীপুর গ্রামের শহীদ স্মরণীকা উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় একটি পুরাতন সিএনজির রেজিঃ ও চেসিস নাম্বার ঘষামাজাসহ উদ্ধার করেন পুলিশ। মাদক সহ আটককৃতরা হলেন, মোঃ আব্দুল হাকিমের ছেলে সাইদ ( ২২) ও মৃত দুলু মিয়ার ছেলে সি এনজি চালক মোঃ সাব্বির মিয়া (২০) তারা দুজন ই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার গ্রামের বাসিন্দা।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরন করে কসবা থানা এলাকায় নিয়মিত  মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে ১০ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ঘষামাজা অবস্থায় একটি সিএনজি জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।