প্রচারণায় ভুয়া ‘অধ্যাপক’ পদ ব্যবহার,পোষ্টারে লিখলেন প্রয়াত এমপি’র নাম

ব্রাহ্মণবাড়িয়া, 16 October 2022, 100 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ৩নং ওয়ার্ডে নুরুন্নাহার বেগম নামে এক প্রার্থীর বিরুদ্ধে ভুয়া অধ্যাপক পদ ব্যবহার করে প্রচারণার অভিযোগ উঠেছে। তিনি নবীনগর, বাঞ্ছারামপুর ও আখাউড়া উপজেলা নিয়ে গঠিত ৩নং ওয়ার্ডে সংরক্ষিত সদস্য পদে মাইক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, নুরুন্নাহার বেগম ইতিপূর্বেও জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন। কিন্তু নানান অনিয়মের কারণে তিনি বরাবরের মতো বিতর্কিত ছিলেন। তার স্বামীর বাড়ি ফেনী জেলায়। তিনি উপজেলার সলিমগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হয়ে নিজেকে অধ্যাপক হিসেবে পরিচয় দিয়ে বেড়াচ্ছেন। এমন কি নির্বাচনী প্রচারণার পোষ্টারে নিজের নামের আগে অধ্যাপক পদবী ব্যবহার করেছেন। তাছাড়া তিনি নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে পোষ্টারে প্রয়াত এক সংসদ সদস্যের নাম ব্যবহার করেছেন। যা নির্বাচনী আচরণবিধির ৮ এর ৫ উপধারার সরাসরি লঙ্ঘন করছেন।

অধ্যাপক পদ ব্যবহারের বিষয়ে জানতে চাইলে সলিমগঞ্জ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মো. ইউনুস বলেন, তিনি অধ্যাপক নন সহকারী অধ্যাপক। এই বিষয়ে উনার (নুরুন্নাহার বেগম) কাছ থেকে বিস্তারিত জানতে তিনি অনুরোধ করেন।

এই বিষয়ে জানতে চাইলে সংরক্ষিত সদস্য প্রার্থী নুরুন্নাহার বেগম বলেন, ‘আমি সলিমগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক। মৃত ব্যক্তির নাম ব্যবহারে কোন সমস্যা নাই।আমি আমার জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। -(সরোদ)