গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1176093 বার পড়া হয়েছে,
গ্রামীণফোনের পর এবার সর্বনিম্ন রিচার্জের সীমা নির্ধারণ করল মোবাইল ফোন অপারেটর রবি ও এয়ারটেল। এই দুই অপারেটরের গ্রাহকরাও এখন সর্বনিম্ন ২০ টাকা রিচার্জ করতে পারবেন।
নতুন এই সিদ্ধান্ত এসএমএসের মাধ্যেমে গ্রাহকদের জানিয়ে দেওয়া হচ্ছে। এর আগে রবি ও এয়ারটেলে সর্বনিম্ন ১০ টাকা রিচার্জ করা যেত।
ব্যবসায়িক কার্যক্রমে একীভূত রবি ও এয়ারটেল। রবি নামেই চলছে ব্যবসা।
রবি জানিয়েছে, শুধু রিচার্জের ক্ষেত্রেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে ২০ টাকার নিচে যেসব অফার রবি বা এয়ারটেলের আছে, তা অব্যাহত থাকবে।
এর আগে জুলাইয়ে গ্রামীণফোন তাদের সর্বনিম্ন রিচার্জ ২০ টাকা করে নেয়।