বিজয়নগরে প্রবাস ফেরত এক তরুণীর মৃতদেহ উদ্ধার 

ব্রাহ্মণবাড়িয়া, 27 October 2025, 33 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রবাস ফেরত কোহিনূর বেগম (২২) নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার চম্পকনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের একটি লিচু বাগানে গাছের সাথে ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কোহিনুর উপজেলার চম্পকনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের শামসুল আলমের মেয়ে। জানা যায়, কোহিনুর বেগম গত প্রায় ১ বছর আগে সৌদি আরব থেকে দেশে আসেন।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় কোহিনুর কুমিল্লায় গিয়ে ফিংঙ্গার প্রিন্ট দেয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন দুপুরে স্থানীয়রা লিচু বাগানে মেয়েটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট পেলে মৃত্যুর কারণ এবং ধর্ষণের আলামত সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।