
শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মির্জাপুর গ্রামে এই ঘটনা ঘটে। মদ্যপানে মৃত্যু হওয়া দুই ব্যক্তি হলেন উপজেলার ইছাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের কুকিল মালাকারের ছেলে শ্রীনিবাস (৭০) ও সৌরভ দাস (৩৫)।
অজিত সুমন ও মন্টু মালাকারকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূজার অনুষ্ঠান শেষে শুক্রবার রাতে উপজেলার মির্জাপুর গ্রামে কুকিল মালাকারের বাড়িতে মাদের আসর জমায়। এতে অতিরিক্ত মদ্যপানে ঘটনাস্থলে ২ জন নিহত হন। আতঙ্কে বাকিরা চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে সুমন ও মন্টুকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করেন।
বিজয়নগর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, অতিরিক্ত মদ্যপানে ২ জন নিহত হয়েছেন এবং আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।