আখাউড়ায় কাস্টমস কর্মকর্তাকে মারধরের ঘটনার আসামী হৃদয় গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 16 March 2024, 33 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে আজ (শনিবার) রাত আনুমানিক ০৩:০০ ঘটিকার সময় থানা এলাকায় অভিযান চালিয়ে আখাউড়ায় কাস্টমস কর্মকর্তাকে মারধরের ঘটনার ৩নং এজাহারভুক্ত আসামী মোঃ হৃদয় আহমদ (২৮) পিতা- ইদন মিয়া, গ্রাম কালিকাপুর, থানা- আখাউড়া জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের উদ্ধৃতি থেকে জানা যায়, থানার এসআই(নিরস্ত্র) মোঃ এরশাদ মিয়া ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে আখাউড়া থানার ৫নং আখাউড়া দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর এলাকা থেকে থানার মামলা নং-১০,তাং- ১৫/০৩/২০২৪ ইং ধারা-১৪৩/১৪৭/১৮৬/৩৩২/৩৫৩/৪২৭/৫০৬ পেনাল কোড মামলার এজাহার ভুক্ত উপরে উল্লেখিত ৩নং আসামীকে
গ্রেপ্তার করে এবং অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ নূরে আলম বলেন,আমরা আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি। আদালত তার বিচারিক কার্যক্রম পরিচালনা করবে। বাকি আসামীদেরও গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চলছে।