আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

জাতীয়, 16 November 2023, 88 বার পড়া হয়েছে,
জাকারিয়া জাকির : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার (১৫ নভেম্বর) বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল এই তপসিল ঘোষণা করেন।

তপসিল অনুযায়ী আগামী ২০২৪ সালের জানুয়ারির ৭ তারিখ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।