ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চাপায় পথচারী নিহত

ব্রাহ্মণবাড়িয়া, 16 November 2022, 91 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অটোরিকশা চাপায় মো. কামরুল মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সিঙ্গারবিল বাজারে এই ঘটনা ঘটে। নিহত কামরুল উপজেলার কাশিনগর গ্রামের দারু মিয়ার ছেলে। আখাউড়া হাসপাতাল ও অটোরিকশা চালক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
খোঁজ নিয়ে জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিঙ্গারবিল বাজারে হাঁটার সময় পেছন দিক থেকে কামরুল মিয়াকে ব্যাটারিচালিত অটোরিকশা চাপা দেয়। আহত ব্যক্তিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু আহমেদ জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।