ব্রাহ্মণবাড়িয়াস্থ আখাউড়া উপজেলা সমিতিতে আবুল কাশেম খোকন সভাপতি ও এডভোকেট আরিফ খাঁন সাধারণ সম্পাদক

ব্রাহ্মণবাড়িয়া, 15 September 2025, 22 বার পড়া হয়েছে,

মোঃ শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন ও সমাজের মানবিক বিভিন্ন কাঙ্খিত সফলতার লক্ষ নিয়ে এক জোট হয়ে কাজ করা সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়াস্হ আখাউড়া উপজেলা সমিতির নতুন কমিটিতে আবুল কাশেম খোকনকে সভাপতি ও এডভোকেট আরিফ খাঁন কে সাধারন সম্পাদক রেখে তিন সদস্য বিশিষ্ট একটি প্রাথমিক কমিটি গঠন করা হয়েছে। আগের পুরনো কমিটিকে সম্পূর্ণ বিলুপ্ত করে নতুন প্রস্তাবিত কমিটিতে বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ ইয়াছিন মিয়াকে রাখা হয়েছে সাংগঠনিক সম্পাদক। গত শনিবার ( ১৩ সেপ্টেম্বর ) দুপুরে শহরের হ্যালো চাইনিজ এন্ড রেস্টুরেন্টে সংগঠনটির সকল কার্যকরী পরিষদের সদস্যদের উপস্হিতিতে ও সমিতির উপদেষ্টাগনের ভোট ও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তের মাধ্যমে সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী ৩ সদস্য বিশিষ্ট এই প্রাথমিক কমিটি ঘোষনা করা হয়। তিন সদস্য বিশিষ্ট কমিটি বেঁধে দেওয়া সময় অনুযায়ী আগামী ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে সমিতির আগামী দিনের কার্যক্রমকে গতিশীল ও বেগবান করার লক্ষে আগামী ২ বছর মেয়াদি ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা রয়েছে। এ ব্যাপারে এডভোকেট মোঃ আরিফ খাঁন বেঁধে দেওয়া সময়ের মধ্যে ব্রাহ্মণবাড়িয়াস্হ আখাউড়া উপজেলা সমিতির একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী কমিটি গঠন করে সবাইকে নিয়ে সমিতির সকল কার্যক্রম কে গতিশীল করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, ২০১২ সাল থেকে পথচলা শুরু করা ব্রাহ্মণবাড়িয়াস্হ আখাউড়া উপজেলা সমিতি সারা বছর ব্যাপী বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড যেমন — মেধাবীদের জন্য বৃত্তি প্রদানের ব্যাবস্থা, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে সহায়তা করে পাশে থাকা,অসহায় ফ্যামিলির বিয়েতে সহায়তা, শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, সামাজিক ও উন্নয়নমূলক যেকোনো কাজে অংশগ্রহণসহ নানামুখী কার্যক্রম হাতে নিয়ে সম্পাদন করে থাকে। এছাড়াও তারা প্রতি বছর পবিত্র রমযানুল মোবারাক উপলক্ষে রমযানের গুরুত্ব ও তাৎপর্যের কথা মাথায় রেখে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় ভাব গাম্ভীর্যতার মধ্য দিয়ে সবাইকে নিয়ে একটি ইফতার পার্টির আয়োজন করে থাকে।