শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 22 March 2025, 49 বার পড়া হয়েছে,
এহসানুল হক রিপন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার  সুহিলপুর  ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে শহীদ রাষ্টপতি জিয়াউর ও তার কনিষ্ট পুত্র আরাফাত রহমান কোকোর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল। শুক্রবার (২১মার্চ) হারুন আল রশিদ অনার্স কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থবিষয়ক সম্পাদক  ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামল,  বিশেষ অতিথি  সাবেক মেয়ের ও সাবেক সভাপতি  হাফিজুর রহমান মোল্লা কচি , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকন, শফিকুল ইসলাম পিপি, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক  মোঃ আলী আজম, জেলা বিএনপির কোষাধক্ষ্য মোঃ জসিম উদ্দিন রিপন, সদর উপজেলা বিএনপির  সভাপতি মোঃ তরিকুল ইসলাম রুমা, সদর  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, স্বাধীনতা  অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, ৫ শে আগস্ট আমরা ফ্যাসিস্ট সরকার থেকে মুক্ত হয়েছি, আমাদের নেতা তারেক রহমান নির্দেশ মোতাবেক কাজ করতে হবে, তত্বাবধায়ক  সরকারের উদ্দেশ্য বলতে চাই, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেন, যে সরকার  ভোটের মাধ্যমে ক্ষমতায়  আসে তারাই দেশের সংস্কার করবে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব  মোঃ নাসির উদ্দিন খন্দকার। সঞ্চালনায় ছিলেন  মোঃ এডভোকেট আলাউদ্দিন মুন্সী রুবেল। মঞ্চ পরিচালনার দায়িত্ব ছিলেন মোঃ জাকির মুন্সী সদর উপজেলা বিএনপির, মোঃ বেলাল মোল্লা   সুহিলপুর ইউনিয়ন  বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক,  সুহিলপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাশেদ, অনুষ্ঠানে  ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।