কসবায় চকচন্দ্রপুর হাফিজিয়া মাদ্রাসায় ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 21 December 2024, 150 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা বিনাউটি ইউনিয়নের চকচন্দ্রপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ছবক প্রদান, বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার জেনিথ ইসলাম হিফজ বিভাগের কক্ষে সমাজসেবক গোলাম ফারুক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানমালা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ড. উসমান গণি। স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মো. শাখাওয়াৎ হোসাইন পারভেজ। মাদ্রাসা কমিটির সদস্য মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, গোপীনাথপুর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মো. জসিম উদ্দিন, কসবা প্রেসক্লাব এর নবগঠিত কমিটির সভাপতি মো. আবুল খায়ের স্বপন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা, সাংগঠনিক সম্পাদক বি.এম. ইনয়ামুল ইসলাম, ইটালী প্রবাসী মামুনুর রশিদ ভূইয়া, চকচন্দ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা তরিকুল ইসলাম হানাফী, হাফেজ আব্দুল মালেক প্রমুখ। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল হালিম বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। নূরানী, নাজেরা ও হিফজ বিভাগের ছাত্রদের ছবক প্রদান ও দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. ওসমান গণি। সবশেষে দেশ, জাতীর কল্যাণ কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়।