ক্ষুদে পণ্ডিতদের পাঠশালা’য় জাতীয় শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালন

ব্রাহ্মণবাড়িয়া, 25 February 2024, 96 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় আরাম বাগে অবস্থিত ক্ষুদে পন্ডিতদের পাঠশালা স্কুলে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাতফেরি, পুষ্পাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আব্দুল মতিন শিপনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কোহিনূর আক্তার প্রিয়া। ক্ষুদে পন্ডিতদের পাঠশালার প্রতিষ্ঠাতা ও সুজেলা কামাল ফাউন্ডেশন এর চেয়ারম্যান সুজেলা কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নারী মুক্তি সংসদের সভাপতি ফজিলাতুন নেছা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার খবরের সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আদিত্ব্য কামাল। আরও উপস্থিত ছিলেন, স্কুলের সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তার ফিভা ও নুসরাত জাহান। অন্যান্যদের উপস্থিত ছিলেন, মুহাম্মদ মুছা আহমেদ, ইমাম হোসেন। এবং শিক্ষার্থীদের অভিভাবকগণ।

বক্তারা তাদের আলোচনায় ভাষা আন্দোলনের পটভূমি ও তাৎপর্য শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।

শেষে শিশু শিক্ষার্থীদের মাঝে ‘জনতার খবর’ এর ক্যালেন্ডার বিতরণ করা হয়।