সরাইলে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত 

ব্রাহ্মণবাড়িয়া, 5 November 2025, 28 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের জেরে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুইপক্ষের হাজারো মানুষ অংশ নেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
স্থানীয়রা জানান, ফতেহপুর গ্রামের মৃত আলী আকবরের ছেলে মো. সাত্তার ও মো. এমদাদের  মধ্যে জায়গা কেনা-বেচা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এমদাদুল তার ভাই সাত্তারের মেয়ের জামাতার কাছে জায়গা বিক্রি করে। জায়গা বিক্রির টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়।
গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সালিস বসলেও কোনো মীমাংসা হয়নি। বিষয়টিকে কেন্দ্র করে গ্রামের মানুষ দুটি পক্ষে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত  হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।