
অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, কুমিল্লা অঞ্চলের টিম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বলেছেন, দেশের মানুষ নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছে। তারা চায় নির্বাচনের মাধ্যমে দেশে সৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠা করে দেশকে এগিয়ে নিতে। জামায়াতে ইসলামী সে নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করছে।
তিনি আজ ১১ সেপ্টেম্বর বিকেল ৩টায় কসবা মহিলা কলেজ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত কেন্দ্র আহ্বায়ক ও সদস্য সচিবদের নিয়ে আয়োজিত রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বি-বাড়িয়া-৪ আসন পরিচালক কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইকবাল হোসেন ভুইয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বি-বাড়িয়া জেলা জামায়াতের আমীর মাওলানা মোবারক হোসেন আকন্দ, প্রধান বক্তা ছিলেন, জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার, বিশেষ অতিথি ছিলেন বি-বাড়িয়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, কসবা উপজেলা চেয়ারম্যানপ্রার্থী কাজী ইয়াকুব আলী, বক্তব্য রাখেন; কসবা উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক উপজেলা আমীর দ্বীন ইসলাম ভুইয়া, মুজিবুর রহমান, নায়েবে আমীর শিবলী নোমানী, সেক্রেটারি গোলাম সারওয়ার, সহকারী সেক্রেটারি এস এম আজাদ মানিক, আখাউড়া উপজেলা সেক্রেটারি বুরহান উদ্দিন খান, সহকারী সেক্রেটারি সানাউল্লাহ, কায়েমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন সরকার, কসবা উপজেলা শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ, ছাত্রনেতা তুহিন রেজা প্রমুখ।
আব্দুস সাত্তার বলেন,এদেশের জনগণ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের সাথে সম্পৃক্ত কোন দলকে ত্রয়োদশ নির্বাচনে ভোট দিবেনা। তারা ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতকে নির্বাচিত করে সংসদে পাঠাবে ইনশাআল্লাহ। তিনি কেন্দ্র প্রতিনিধিদেরকে ঘরে ঘরে দাঁড়িপাল্লার দাওয়াত ও আতাউর রহমান সরকারের সালাম পৌঁছে দিতে অনুরোধ জানান। কর্মশালায় অর্ধ সহস্রাধিক প্রতিনিধি অংশ গ্রহণ করেন।