সরাইলে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া, 25 January 2024, 24 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ ধরন্তী বিলে ফসলি জমির পাশে  অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার(২৫ জানুয়ারি) বিকালে কালিকচ্ছ ইউনিয়নে কালিকচ্ছ আকাশী বিলে অভিযান চালিয়ে এই দণ্ড দেন।সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন সুলতানা।অভিযানে উপজেলার ধর্মতীর্থ এলাকার চাকসার গ্রামের মৃত আজগর আলী ছেলে রাকিব মিয়া  নামে এক ড্রেজারের মালিককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার  টাকা জরিমানা করেন।
এ ব্যপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া এ প্রতিনিধিক বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি ও অভিযান চলবে। অবৈধ বালু ও মাটি উত্তোলনের ব্যাপারে প্রশাসন কঠোর অবস্থান আছে। আমাদের এ অভিযান সব সময় অব্যাহত রাখা হবে। অভিযানে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা ও সরাইল থানার পুলিশ।