মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় স্বণামধন্য ক্বারী হোটেলে চাইনিজের পাশাপাশি ফাস্টফুড আইটেম চালু উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে বাদ মাগরিব হোটেলের হলরুমে এ দোয়ার আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি সিদরাতুল্লাহ নূর, বেফাকুল মাদ্রাসাতুল আরাফিয়া কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মাওলানা কাজী মইনউদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া জেলা জামিয়া ইউনুসিয়ার মুহাদ্দেশ হযরত মাওলানা আব্দুল্লাহ,পান্থশালা জামে মসজিদ নরসিংদীর মাওলানা হেদায়েতউল্লাহ,মাছরাঙ্গা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেল।
এ সময় মালিকপক্ষের হয়ে উপস্থিত ছিলেন
ব্রাহ্মণবাড়িয়া জেলা মসজিদ রোড ও মহাদেবপট্রি ব্যাবসায়ী কমিটির সাধারন সম্পাদক এ ম,এ হালিম, হাফেজ বরকতউল্লাহ, আরিফসহ কর্মকর্তা কর্মচারীরা।
এ সময় বক্তারা বলেন ,১৯৪০ সাল থেকে যাত্রা শুরু করে অত্যান্ত সুনামের সাথে প্রতিষ্ঠানটি ব্যাবসা পরিচালিত করে আসছে।মৃত আলহাজ¦ হাজী আব্দুস শুকর ক্বারী এ প্রতিষ্ঠানের কর্ণধার।তার ব্যাবয়িক দক্ষতা ও সতততার কারনে ক্বারী হোটেলটি আজ অন্যন্য উচ্চতায় পৌছে গেছে। গ্রাহকরা সেবার মানে অত্যন্ত সন্তুষ্ঠ।
এ সময় জানানো হয় ফাস্টফুডের এখন ব্যাপক চাহিতা তাই চাইনিজের পাশাপাশি ফাস্টফুডের এ নতুন আয়োজন সংযুক্ত করা হয়েছে। এখন থেকে বার্গার,পিজ্জাসহ সবধরনের ফাস্টফুড পাওয়া যাবে এখানে।
পরে দোয়া ও মোনাজাতে দর্ঘিদিন এ হোটেলে চাকরি করা কয়েকজন স্টাফ যারা মারা গেছেন ও জীবিত আছেসহ সকল মানব জাতীর কল্যানে দোয়ার মাধ্যমে অনষ্ঠানের সমাপ্তি হয়।এ সময় উপস্থিত সকলেই সেবার মান অক্ষুন্ন রেখে প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা ও প্রত্যয় ব্যাক্ত করেন সবাই।