সরাইলে ফেসবুক লাইভে এসে এক যুবকের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া, 8 November 2023, 120 বার পড়া হয়েছে,

মোঃ নিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুম্মান খাঁ (৩৫) নামে এক মাদক সেবি স্ত্রীর সঙ্গে অভিমান করে ফেসবুক লাইভে এসে ফ্যানের সঙ্গে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার ৮ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাগরদীঘির পাড় এই ঘটনা ঘটে।

জুম্মান খাঁ উপজেলার সদর ইউনিয়নের মোগলটুলা গ্রামের সাগরদীঘি এলাকার পূর্বপাড়ের রমজান খাঁ’র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুম্মান খাঁ তার স্ত্রী ইসরাত জাহান (২৭) কে নিয়ে সাগরদীঘি গ্রামের পূর্ব পাড়া এলাকার মীর হেলালের বাড়িতে ভাড়া থাকেন। তারা স্বামী-স্ত্রী দুজনে মাদক সেবন ও মাদক কেনা-বেচার সাথেও জড়িত ছিল। তারা এসবের সাথে জড়িত বলে জুম্মান-ইসরাতের বাবা-মা ও শ্বশুর-শ্বাশড়িসহ কোন আত্মীয় স্বজনের সাথে তাদের কোন ধরনের যোগাযোগ ছিল না। স্বামী-স্ত্রী একসাথে থাকলেও তাদের মধ্যে বনিবনা ছিল। তবে তারা দু’জন একসাথে মাদক সেবন করতো। আজকে বিকেলে তুচ্ছ একটি বিষয় নিয়ে জুম্মান খাঁ তার স্ত্রী ইসরাত জাহানের সাথে কথা-কাটাকাটি হয়। পরে স্ত্রীর সাথে অভিমান করে জুম্মান খাঁ তার নিজ শোবার ঘরে মো. তন্ময় হাসান নামের প্রোফাইল থেকে ফেসবুকে লাইভে এসে সিলিং ফ্যানের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জুম্মান খাঁ মাদকাসক্ত ছিল। সে ও তার স্ত্রী ইসরাত জাহান মাদক সেবন ও কেনা-বেচার সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে সরাইল থানায় একটি মাদক মামলাও রয়েছে। জুম্মান খাঁ আজকে বিকেলে গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।