আখাউড়ায় কলহের জেরে ফাঁসিতে ঝুলে বৃদ্ধের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া, 11 August 2023, 144 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. ইসন মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের তুলাইশিমুল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইসন মিয়া ওই এলাকার মো. আছু ভুইয়ার ছেলে।

খবর পেয়ে লাশ উদ্ধারের যাওয়া আখাউড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে রাতের কোন এক সময় ইসন মিয়া আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে।

প্রাথমিক ভাবে জানা গেছে, মো. ইসন মিয়ার মরদেহ তার ছোট ভাই মৃত সেলিম মিয়ার নবনির্মিত টিনের ঘরের তীরের সাথে ছেড়া লুঙ্গি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে। পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুল ইসলাম বলেন, লাশ এখনো থানায় এসে পৌঁছেনি, উদ্ধারের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে যথাযথ তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে, আখাউড়া উপজেলায় পারিবারিক অশান্তির জের ধরে আত্মঘাতীর সংখ্যা আশঙ্কা জনক ভাবে বাড়ছে। গত সপ্তাহে ৩ জন নারী পুরুষের লাশ উদ্ধার করেছে অত্র থানা পুলিশ।