ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও হিউম্যানিটি রেভুলোশন পর্তুগাল শাখার ইফতার মাহফিল

প্রবাসী খবর, 13 April 2023, 572 বার পড়া হয়েছে,
প্রবাসী ডেস্ক : ধ্বংসপ্রাপ্ত নিপতিত দ্বীন মিল্লাত ও মানবতার উদ্ধার ও মুক্তির লক্ষ্যে ১২ই এপ্রিল রোজ বুধবার ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলোশন পর্তুগাল শাখার উদ্যোগে লিসবনের স্থানীয় একটি রেস্তোরাঁয় ইফতার ও সালাতু-ছালাম মাহফিলের আয়োজন করা হয়।
বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দিক-নির্দেশনায়, সংঘঠনের পর্তুগাল শাখার সভাপতি জনাব সোহাগ মুন্সীর সভাপতিত্বে ও এম আল আমীনের পরিচালনায় অনুষ্টিত ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন, রাকিব হক, ফাইজুল শুভ, নাজিম উদ্দিন ও আবির আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব খাইরুল ইসলাম, ইকবাল চৌধুরী, বশির আহমেদ, হারুন অর রশীদ, সালাহ উদ্দিন, শহীদুজ্জামান মোল্লা, কাজি সাত্তার, আর জেড জাকির হুসেন, ঝমুনা টিভির পর্তুগাল প্রতিনিধি জহুরুল হক মুন, ইঞ্জি: রিক্তা আফরোজ, ডা: অনু ইসলাম সহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রোজার পূর্ব শর্ত যেমন যাবতীয় পানাহার থেকে বিরত থাকা, তেমনি ঈমাণের পূর্ব শর্ত সর্ব প্রকার বাতেল থেকে মুক্ত থাকা উল্লেখ করে বক্তাগণ বলেন আত্মিক শুদ্ধি নয় আত্মিক উন্নতির জন্যই রোজা, বাতেলগ্রস্ত মিথ্যার ধারক দূষিত অশুদ্ধ আত্মার উন্নতি অসম্ভব এবং বাতেল দলমত নেতৃত্ব তথা মিথ্যা ও জুলুমের সম্পর্কই আত্মা দূষিত করে।
বক্তাগন সতর্ক করেন যে, আত্মার মূল ও অস্তিত্ত্বের উৎস মহান রাসুল থেকে কোন ভাবে বিচ্ছিন্ন থাকলে রাসুল কেন্দ্রীক না হয়ে বস্তুভিত্তিক হয়ে থাকলে আত্মা মৃত অন্ধকার ও নাপাক হয়ে যায়, যেখানে নামাজ রোজা বা কোন এবাদতই আর কোন কাজে আসে না এবং প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্তির জন্য রোজা প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম কিন্তু মিথ্যা ও জুলুমের সম্পর্ক থেকে আত্মার মুক্তি ব্যতিত প্রবৃত্তি মুক্তির চেষ্টা অবান্তর।