নবীনগরে ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর

ব্রাহ্মণবাড়িয়া, 27 August 2022, 95 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক শিক্ষকের ওপর হামলা চালিয়েছে বখাটেরা। আহত ওই শিক্ষকের নাম মো. শামীম রেজা। তিনি উপজেলার নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক।

শুক্রবার রাতে নিজ বাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই শিক্ষককে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার্ড করেন।

এ ঘটনায় ওই শিক্ষক বাদী হয়ে নারায়ণপুর গ্রামের মতি মিয়ার ছেলে বখাটে রাসেল মিয়াকে (২৮) প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাদ্রাসার ছাত্রীদের আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছে অভিযুক্ত বখাটেরা। বিষয়টি নিয়ে শিক্ষক শামীম রেজা বখাটেদের একাধিকবার সর্তক করে আসছিলেন। এর জেরে শুক্রবার রাতে বাজার থেকে বাসায় যাওয়ার পথে বখাটেরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা করে।

এ ব্যাপারে নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে শনিবার ম্যানেজিং কমিটির বৈঠক হয়েছে। বখাটেদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

নবীনগর থানার ওসি আমিনুর রশিদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। দ্রুত এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।