কে এই সিফাত উল্লাহ ওরফে সেফুদা?

আন্তর্জাতিক, 19 January 2022, 387 বার পড়া হয়েছে,

মদ খা,মানুষ হ! কী! হিংসে হয়? আমার মতো হতে চাও? বিশ্ববিখ্যাত? সেলিব্রিটি? কবি, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক, অভিনেতা? সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে এই সময়ে সবচেয়ে আলোচিত ও সমালোচিত ব্যক্তির নাম সিফাত উল্লাহ ওরফে সেফুদা। কিম্ভুতকিমাকার ভঙ্গিতে বাংলাদেশ ও সমসাময়িক বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্য আর অদ্ভুত, অশ্লীল ও বেপরোয়া কথাবার্তা ছড়াচ্ছেন ভার্চুয়াল জগতে।

সিফাত উল্লাহর গ্রামের বাড়ি চাঁদপুরে। ১৯৯০ সাল থেকে তিনি অস্ট্রিয়ার রাজধানীর ভিয়েনায় অবস্থান করছে। অস্ট্রিয়াপ্রবাসী এই বাংলাদেশির এমন কর্মকাণ্ডে বিব্রত তার পরিবারও। তার স্ত্রী জানান, ২৮ বছর আগে দেশ ছাড়েন সিফাত। বর্তমানে তিনি মানসিক রোগে আক্রান্ত। তার মতো অশালীন বক্তব্য ছড়াচ্ছে আরো অনেকেই। আর পুলিশ বলছে বিদেশে বসে যারা প্রতিনিয়ত বিশৃঙ্খলা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশের ক্রিকেটার থেকে শুরু করে রাজনীতিবিদ নিজ নিজ অঙ্গনে স্বনামধন্য ব্যক্তিদের নিয়ে কুরুচিকর মন্তব্য করে অল্প সময়েই আলোচনায় চলে এসেছেন সিফাত উল্লাহ ওরফে সেফুদা। অস্ট্রিয়া ভিয়েনা বসবাসরত এ প্রবাসী বাংলাদেশি প্রায়ই ইন্টারনেটে লাইভে এসে ব্যক্তি বিশেষকে আক্রমণ করে অশ্লীল ভাষায় কথা বলেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। অল্প সময়ে ফেসবুক তারকা বনে যাওয়া এ সেফুদা মূলত মানসিক সমস্যায় ভুগছেন। তার এমন কর্মকাণ্ডে পরিবারসহ আত্মীয়-স্বজন খুবই লজ্জিত বলেন তার স্ত্রী। জানা যায় তার পুরো নাম সেফাতউল্লাহ মজুমদার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া করেছেন l