রেগ ডে নামে অপসংস্কৃতি

জনতার কন্ঠ, 11 November 2021, 512 বার পড়া হয়েছে,

এক সময় এসএসসি পরীক্ষার আগে স্কুল থেকে দোয়ার আয়োজন করা হইতো; নাম ছিল বিদায় অনুষ্ঠান। আমার সেদিন শিক্ষকদের কাছে থেকে ক্ষমা চাইতাম, দোয়া নিতাম। আর চোখের পানি নিয়ে বন্ধু-বান্ধব থেকে বিদায় নিতাম!

এখন দিন বদলাইছে! বিদায় অনুষ্ঠান নাম পরিবর্তন করে হয়ে গেছে “Rag day” সাদা টিশার্ট যতো বাজে ভাষা ব্যবহার করা যায়, সেটাই প্রতিযোগিতা হচ্ছে; ডিজে গান আর ডান্স এর মাধ্যমে বিদায় জানাচ্ছে বন্ধু বান্ধব আর শিক্ষকদের! দিন যাচ্ছে; মানুষ উন্নত হচ্ছে; কিন্তু সভ্যতা বিলুপ্তির পথে! শিক্ষিত বাড়তেছে কিন্তু সুশিক্ষিত লোকের বড়োই অভাব!

( মো. জাকির হুসেন সুহিলপুর ফেইসবুক থেকে)