আখাউড়ায় ৫৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 5 November 2025, 27 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার ৪ নভেম্বর ১৯:৩০ ঘটিকায় আখাউড়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খড়মপুর এলাকা থেকে ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার কাছে থাকা ৫৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন – মোঃ শামীম খাঁন(৩৭), পিতা-মৃত ফরিদ খান, মেরাশানী বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
আখাউড়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।
এ সংক্রান্তে আখাউড়া থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।