কসবায় ইজারার নামে টাকা আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া, 27 April 2025, 18 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইজারার নামে টাকা আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকরা। তাদের এই কর্মসূচিতে শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০ থেকে দুপুর সাড়ে ১২টা নাগাদ কসবা-কুটি চৌমুহনী, কসবা-নয়নপুর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, কসবা পৌরসভা থেকে দুটি অটোরিকশা স্ট্যান্ডকে ইজারা দেওয়া হয়েছে। ইজারাদাররা প্রতিটি অটোরিকশা থেকে ১৫ টাকা করে আদায় করেন। কিন্তু অটোরিকশাচালকরা এই টাকা দিতে রাজি নন। গত বছর থেকেই তারা এ নিয়ে আন্দোলন করে আসছিলেন। এ নিয়ে দফায় দফায় বৈঠক হলেও কোনো ধরনের সুরাহা হয়নি।

শনিবার সকাল ১০টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবরোধ করেন অটোরিকশা চালকরা।

এ সময় তারা ১৫ টাকা আদায় বন্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ‘জীবির’ নামে চাঁদা বন্ধ না করা পর্যন্ত তাদের এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

কসবা থানার উপপরিদর্শক (এসআই) সোহেল শিকদার এসে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোহাম্মদ ছামিউল ইসলাম, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের, কসবা পৌর বিএনপির সভাপতি মো. শরীফুল ইসলাম ভুইয়া, কসবা উপজেলা জামায়াতের আমির মো. শিবলী নোমানী, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. জিয়াউল হুদা শিপনসহ দলীয় নেতাকর্মীরা দীর্ঘ সময় আন্দোলনকারীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন।

কর্তৃপক্ষ জানায়, সরকারি বিধি মোতাবেক টাকা আদায় করা হচ্ছে।

ইউএনও মোহাম্মদ ছামিউল ইসলাম জানান, যথাযথ নিয়ম অনুযায়ী অটোস্ট্যান্ড ইজারা দেওয়া হয়েছে। কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। নিদিষ্ট স্ট্যান্ড ব্যতীত অন্য কোনো জায়গা থেকে যেন টাকা তুলতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকদের আন্দোলনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।