
অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদ পুনর্মিলনী, নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল শুক্রবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কসবা উপজেলা পাবলিকিয়ান নামে সংগঠনের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানসূচি অনুযায়ী কূপন সংগ্রহ, উপহার প্রদান, পরিচয়পর্ব, নবীনবরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অতিথিদের সম্মাননা স্মারক প্রদান, অতিথিদের আলোচনা এবং অনুভূতিপ্রকাশ, ফটোসেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেফেল ড্র সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্নপাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কসবা উপজেলার অধিবাসীদের সমন্বয়ে গঠিত এই সংগঠন।
কসবা উপজেলা পাবলিকিয়ান সভাপতি জামির হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মো: তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের অধ্যাপক ড. আ জ ম কুতুবুল ইসলাম নোমানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পানি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জসিম উদ্দিন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র’র উপসচিব ড. সফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো: ছামিউল ইসলাম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সম্পদ ঘোষ, কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ মো: মোজাম্মেল হক, নরসিংদী জেলা জজ আদালতের সহকারী জজ মো: মেহেদী হাসান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো: মাহমুূুদুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক মো: মনিরুজ্জামান, আবুল খায়ের স্টিল মিল লিমিটেডের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ইমরুল কাদের ভূইয়া, কসবা প্রেসক্লাব সভাপতি মো: আবুল খায়ের স্বপন, সবুজ সংঘ সভাপতি মো: লোকমান হোসেন পলা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মো: তাজুল ইসলাম বলেন, জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে ধৈর্য্য এবং অধ্যাবসায়ের বিকল্প নেই। যে সময়টায় মোবাইলে কাটাচ্ছো সেই সময়টাকে তোমার লক্ষ্যে পৌঁছানোর কাজে লাগাও এবং জেদ তৈরি করো। তাহলে একদিন তোমার জেদ এবং পরিশ্রম তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। যখন তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে তখন থেকে তোমার নতুন লক্ষ্য হবে নিজের কর্ম দিয়ে নিজেকে দেশ ও বিশ্ব দরবারে তুলে ধরা। তখন তুমি বা তোমরা সমাজ, দেশ ও দেশের মানুষের জন্য কিছু করার সৌভাগ্য অর্জন করতে পারবে। আজকে তোমরা নবীন, একদিন তোমরাই হবে দেশ ও জনগণের আপনজন। সুতরাং কাঙ্খিত লক্ষ্যে তখনি পৌঁছাতে পারবে যখন ধৈর্য্য ধরে ও অধ্যাবসায় চালিয়ে মনের জেদকে কাজে লাগাতে পারবে। তিনি সকলের জন্য শুভ কামনা জানান।
কসবায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোলাহলে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।