ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা আওয়ামীলীগ নেত্রী জোসনা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 16 February 2025, 44 বার পড়া হয়েছে,
জাকারিয়া জাকির : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোসনা চৌধুরীকে বিষ্ফোরক মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ তারুয়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বিল্লাল হোসেন বলেন, বিস্ফোরক আইনে জোসনা চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে।