ব্রাহ্মণবাড়িয়ায় দৈনিক আমাদের সময় পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ব্রাহ্মণবাড়িয়া, 4 October 2023, 119 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ এর সঞ্চালনায়, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজের প্রিন্সিপাল শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট আকসির আহমদ। আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সিনিয়র সহ-সভাপতি আল-আমিন শাহীন, সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. আকরাম, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নে সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, দৈনক বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মুসারফ হোসেন বেলাল, জনতার খবর এর নির্বাহী সম্পাদক এইচ এম জাকারিয়া জাকির, সাবেক আইসিটি বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান খাঁন সহ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সাংবাদিক বৃন্দ।