ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 19 August 2023, 99 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই প্রতিযোগিতা। জেলা পুলিশ লাইন ড্রিলশেডে এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা পুলিশ। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিনশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সূত্রে জানা গেছে, তিনটি গ্রুপে ভাগ করে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক-গ্রুপে প্লে থেকে ৩য় শ্রেনীর শিক্ষার্থীরা ‘রং তুলিতে বঙ্গবন্ধু’, খ-গ্রুপে ৪র্থ থেকে ৫ম শ্রেনীর শিক্ষার্থীরা ‘শোকাবহ আগস্ট’ এবং গ-গ্রুপে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ’ বিষয়ের উপর চিত্রাঙ্কন করে। সকাল থেকেই শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের অভিভাবক পুলিশ লাইনে জড়ো হতে থাকেন। পরে শিক্ষার্থীরা তাদের বিষয় ভিত্তিক চিত্রাঙ্কন করেন।

পরে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. এস. এম. শফিকুল্লাহ, অতিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) জয়নাল আবেদীন ও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন জানান, তরুণ প্রজন্মের কাছে জাতির পিতার ত্যাগ ও তার আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে হবে। তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। প্রতিযোগিতায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক ছবি আঁকার মাধ্যমে তারা বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারছে শিশুরা। এ উদ্দেশ্যেই পুলিশের বৃহৎ এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন।