বৈঠকে চলতি সপ্তাহের শুরুতে সাউথ আফ্রিকা থেকে আগত ব্রাহ্মণবাড়িয়ার সাত জনের বাড়িতে লাল পতাকা টানানো ও হোমকোয়ারেন্টাইনের রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়াও আখাউড়া স্থলবন্দরে কঠিন ভাবে স্বাস্থ্য পরীক্ষা ও যাত্রী পারাপারসহ বাড়তি নজরদারির কথা জানানো হয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রাশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন। সভায় সম্প্রতি জেলায় দক্ষিণ আফ্রিকা ফেরত ৭জনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা উপস্থিত সদস্যদের সূত্র জানায়, সাউথ আফ্রিকা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৭জন প্রবাসী দেশে ফিরে এসেছে। এরমধ্যে জেলার বাঞ্ছারামপুরে উপজেলায় ১ জন, কসবা উপজেলায় ৩ জন, নবীনগর উপজেলায় ১ জন ও সদর উপজেলার ২ জন বাসিন্দা রয়েছে। তাদের ব্যাপারে দ্রুত অনুসন্ধান চালিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে ও তাদের বাড়িতে লাল পতাকা টানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।