মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জুবায়ের বিন মুর্তজা।
বুধবার (২৯ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের স্বাক্ষরিত প্যাডে ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহীন ও সদস্য সচিব সমীর চক্রবর্তী।
জুবায়ের বিন মুর্তজা শহরের পশ্চিম পাইকপাড়া এলাকার মোহাম্মদ মোরতজ আলীর ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে তিনি সক্রিয়ভাবে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত।
২৪’ গণ-অভ্যুত্থান ও শেখ হাসিনা পতন আন্দোলনে রাজপথে সাহসী ভূমিকা রাখেন তিনি। রাজনৈতিক প্রতিপক্ষের হামলা ও মিথ্যা মামলার শিকার হয়েও দৃঢ় অবস্থানে থেকে সংগঠনের প্রতি আনুগত্য ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন জুবায়ের।
নবনিযুক্ত সভাপতি জুবায়ের বিন মুর্তজা বলেন, “ছাত্রদলের আদর্শ হৃদয়ে ধারণ করে সংগঠনের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে চাই। আধুনিক ও সংগঠিত পৌর ডিগ্রি কলেজ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, “আমি সকল শিক্ষার্থীর পাশে থেকে তাদের ন্যায়সঙ্গত দাবি ও অধিকার আদায়ে কাজ করতে চাই।