পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ৯টি মামলার পলাতক আসামী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 10 April 2025, 13 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ৯টি মামলার পলাতক আসামী মঞ্জুর মাওলা ফারানীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল ৯ এপ্রিল আনুমানিক রাত ২০:৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার ভাদুঘর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার এফআইআর নং-১৫, তারিখ- ০৯/০১/২০২৫খ্রিঃ, ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন (সং/১৩) এর ৮/৯ (১)/৯(২)/১০/১১/১২/১৩ সন্ত্রাস বিরোধী আইনে নাশকতা ও সহিংসতা মামলার ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী ব্রাহ্মণবাড়িয়ার পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মাওলা ফারানী (৩০), পিতা- মামুন মিয়া, মেড্ডা, সদর, ব্রাহ্মণবাড়িয়া।
উল্লেখ্য যে, তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সদর থানায় আরও ০৮টি মামলা বিদ্যমান রয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়ার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।