শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জায়গা- জমি সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহের জের ধরে অরুন মিয়া (৭০) নামের এক বৃদ্ধকে পাশবিক কায়দায় হত্যা করে লাশ ১১ টুকরো করেছে তার স্ত্রী ও মেয়ে সন্তান ।এ অভিযোগে অরুন মিয়ার দ্বিতীয় স্ত্রী মোমেনা বেগম (৫০)ও মেয়ে লাকি আক্তার (২৭)কে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি পুলিশ অভিযান চালিয়ে তাদের দেওয়া তথ্য মতে গত (১ অক্টোবর ) মঙ্গলবার রাত ১০ টার দিকে বাঞ্ছারামপুরের ফরদাবাদ গ্রাম থেকে অরুন মিয়ার পাশের বাড়ির প্রবাসী মনির মিয়ার বিল্ডিংয়ের পাশের সেপটিক ট্যাংক থেকে ৯ টি পলিথিনে মোড়ানো অরুন মিয়ার ১১ টুকরো খন্ডিত লাশ উদ্ধার করে। সাথে উদ্ধার করা হয় মরদেহ কেটে টুকরো করায় ব্যবহৃত শাবল ও চাপাতি।
বুধবার (২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোছাইন ও বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন তাদের প্রেস ব্রিফিংয়ে ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান। পুলিশ জানায়, ৭ শতাংশ জায়গা নিয়ে তাদের ফ্যামেলিতে দ্বন্দ্ব চলছিল। এর মধ্যে অরুন মিয়া শুক্রবার বিকেল থেকে নিখোঁজ হয়। তাকে হত্যার চারদিন পর মঙ্গলবার রাত ১০টার দিকে ফরদাবাদ গ্রাম থেকে তার লাশের ১১ টুকরা খণ্ডিত অংশ উদ্ধার করে পুলিশ। তারা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অরুন মিয়ার স্ত্রী ও মেয়ে এ হত্যাকান্ডের কথা স্বীকার করে
জবানবন্দী দিয়েছে। ইতিমধ্যে অরুন মিয়ার সন্তান লুৎফুল কবির রুবেল বাদী হয়ে আটককৃত দুজনসহ আরও অজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামী করে বাঞ্ছারামপুর থানায় মামলা দায়ের করেছে।