বীর মুক্তিযোদ্ধা কণ্ঠশিল্পী সেহেলী মাসুদ আর বেঁচে নেই

ব্রাহ্মণবাড়িয়া, 2 January 2024, 127 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক ব্যক্ত্বিত্ব, মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা কণ্ঠ শিল্পী , ব্রাহ্মণবাড়িয়ার তিতাস ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা সেহেলি মাসুদ আর বেঁচে নেই (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইন্না ইলাহি রাজেউন)।
মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। সেহেলি মাসুদ ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক ওস্তাদ আলী মোসাদ্দেক মাসুদ এর স্ত্রী। উনার মৃত্যুর সংবাদে ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কণ্ঠশিল্পী সেহেলী মাসুদ এর নামাজে জানাজা বুধবার (৩ জানুয়ারি) বাদ জোহর মৌলভীপাড়াস্থ জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।