মোঃ নিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাথায় বাঁশ পড়ে জুবেদা বেগম (৬০) নামের এক ভিক্ষুক প্রাণ হারিয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই ভিক্ষুক মারা যান৷ সন্ধ্যায় খড়িয়ালা গ্রামে এই ঘটনা ঘটে।
জুবেদা খাতুন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা গ্রামের খোদেজা বেগমের বাড়িতে বসবাস করেন। জুবেদা খাতুনের স্বামী/পিতার নাম-ঠিকানা জানা যায়নি।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, খোদেজা বেগমের বাড়িতে ৫-৬ মহিলা ভিক্ষুক বসবাস করেন। এসব ভিক্ষুক গ্রামে বিভিন্ন এলাকায় ভিক্ষা করেন। জুবেদা বেগম ভিক্ষা শেষে বাড়িতে আসার পর হঠাৎ তীরের বাঁশ জুবেদার মাথায় পড়ে গুরুত্বর ভাবে আহত হয়। পরে পাশের বাড়ির খোকন মিয়া জুবেদাকে উদ্ধার করে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। তারপর রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় জুবেদা মারা যান।
এব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) নাহিদ আহমেদ জানান, মাথায় বাঁশ পড়ে এক ভিক্ষুক মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।