আখাউড়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া, 28 October 2023, 89 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া থেকে : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে মামুন ভূঁইয়া (৪০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মামুন রাজাপুর গ্রামের মৃত বাচ্চু ভূঁইয়ার ছেলে।
পরিবার ও পুলিশ জানিয়েছে, মামুন এলাকায় একজন চিহ্নিত মাদকাসক্ত। সে সব সময় নেশার মধ্যে থাকতেন। এসব কারণে স্ত্রীর সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। সম্প্রতি মামুনের স্ত্রী বাবার বাড়ি চলে যায়। অনেক চেষ্টা করেও স্ত্রীকে ফেরাতে না পারায় অভিমান করে পরিবারের লোকজনের অগোচরে নিজ বসত ঘরের তীরের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন মামুন। খবর পেয়ে পুলিশ শনিবার সকালে মরদেহ উদ্ধার করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, মামুন এলাকায় একজন চিহ্নিত মাদকাসক্ত। পারিবারিক কলহের জের ধরে এমনটা হয়ে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।