কুতুবদিয়া বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব (১৭) এর উদ্বোধন

বিনোদন, 12 June 2023, 393 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : কক্সবাজার কুতুবদিয়া উপজেলা প্রশাসনের আযোজনে উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শনিবার (১০ জুন) বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব (১৭) -২০২৩ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
কুতুবদিয়া শেখ রাসেল স্টেডিয়ামে জাতীয় সংগীত অতপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার দীপংকর তঞ্চঙ্গ্যা।
শিক্ষা নিয়ে কাজ করা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিড এর লিটারেসি ফেসিলিটেটর আফজালুর রহমান রিপনের প্রাঞ্জল উপস্থাপনা ও ধারাভাষ্যে  স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক শিক্ষকনেতা বিমল কান্তি শীল।
১নং উত্তর ধূরুং ইউনিয়ন একাদশ বনাম বড়ঘোপ ইউনিয়ন একাদশের মধ্যে ট্রাইব্রেকারে ১ গোলের ব্যাবধানে উত্তর ধূরুং ইউনিয়ন বিজয়ী হয়েছে।
বড়ঘোপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, উত্তর দূরুং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মনছুর রাব্বি, বড়ঘোপ ইউপির ৫ নং ওয়ার্ড মেম্বার রুপম কিশোর পাল, ইউপি সচিব দেলোয়ার, কক্সবাজার বার্তা ও দৈনিক পূর্বকোণের সাংবাদিক হাছান মাহমুদ সুজন, জিয়াবুর সহ অসংখ্য ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। রেফারী ছিলেন মাস্টার জাকারিয়া।
অর্ধমাঠ কাদাঁ এবং অর্ধমাঠ শুকনো, আষাঢ়ের পরন্ত বেলায় বৃস্টিস্নাত ফুটবল খেলাটি দর্শকদের কাছে বেশ উপভোগ্য ছিল।