গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1146358 বার পড়া হয়েছে,
অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে ব্রাহ্মণবাড়িয়ায় চার দিনব্যপী অভিযান শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার প্রথমদিন বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন।
অভিযান চলাকালে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন না থাকায় শহরের খৈয়াসার এলাকার লিবার্টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
এছাড়া আণবিক কমিশনের অনুমোদন না থাকায় শহরের হাসপাতাল রোডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানান, প্রথম দিনের অভিযানে নিবন্ধনের বিষয়টি দেখা হচ্ছে। আগামীকাল থেকে সকল বিষয় দেখে সিলগালা বা জরিমানা করা হবে।