ব্রাহ্মণবাড়িয়ায় আ:লীগের অফিসের সামনে ছাত্রদলের অবস্থান ও বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়া, 5 January 2025, 12 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় কেক কাটা ও ঝটিকা মিছিল করেছে নেতাকর্মীরা এরই প্রতিবাদে আওয়ামী লীগের অফিসের সামনে অবস্থান ও বিক্ষোভ মিছিল করছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নেতাকর্মী।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএরোড থেকে প্রেসক্লাব প্রাঙ্গণ হয়ে হালদারপাড়া আওয়ামী লীগের অফিসের সামনে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। পরে ছাত্রদলের নেতাকর্মী আওয়ামী লীগের অফিসের সামনে অবস্থান করে প্রতিবাদ জানান।

ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্য সচিব সমীর চক্রবর্তীর দিকনির্দেশনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলটি হয়। এসময় আওয়ামী লীগের অফিসের সামনে প্রতিবাদ স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক (দপ্তর দায়িত্বপ্রাপ্ত) সাজেদুল হক সানি, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, সৈয়দ জয়, সাগর সরকার, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব সালমান ইসলাম, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিফাত আহমেদ অনিকসহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ প্রমূখ।