পোকামাকড়ের কামড়ে ক্ষতবিক্ষত সেই নবজাতকের লাশ দাফন করলো বাতিঘর

ব্রাহ্মণবাড়িয়া, 24 February 2024, 27 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা পুরাতন পুলিশ ফাঁড়ি এলাকায় একটি নালার কালভার্টের নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া নবজাতক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উদ্যোগে ওই নবজাতকের লাশ দাফন করা হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) বাদ জুম্মা শিশুটির জানাজার নামায শেষে শহরের পূর্ব মেড্ডা তিতাস পাড়ের বেওয়ারিশ লাশের কবরস্থানে দাফন করা হয়৷
লাশ দাফন কাজের বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন। তিনি বলেন, গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা পুরাতন পুলিশ ফাঁড়ি এলাকায় একটি নালার কালভার্টের নিচে পলিথিনে মোড়ানো একটি মেয়ে নবজাতক জীবিত অবস্থায় উদ্ধার করে পুলিশ। নালায় ফেলে দেওয়ায় নবজাতকের মুখের একাংশ কামড়ে ক্ষতবিক্ষত করে ফেলে পোকামাকড়। নবজাতকটির মুখমণ্ডল, হাত ও পা পোকামাকড় ক্ষতবিক্ষত করায় শারীরিকভাবে নবজাতক অনেক দুর্বল হয়ে পড়ে। পুলিশ ও স্থানীয়রা নবজাতককে সদর হাসপাতালে এনআইসিইউতে ভর্তি করে চিকিৎসার একদিন পর বুধবার সন্ধ্যার দিকে নবজাতক শিশুটি মারা যায়। শিশুটির পরিচয় শনাক্ত হয়নি বলে অজ্ঞাত লাশটি দাফনের জন্য সদর মডেল থানার পুলিশ বাতিঘরের কাছে চিঠি পাঠায়। পরে শুক্রবার জুমার নামাযের পর নবজাতকের জানাজার নামায শেষে দাফনকাজ সম্পন্ন করি। বাতিঘরের উদ্যোগে এখন পর্যন্ত ১৩৮ টি বেওয়ারিশ লাশ দাফনকাজ করেছি।
এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেড্ডা থেকে উদ্ধার নবজাতকের পরিচয় শনাক্ত হয়নি, তাই বাতিঘরকে দাফন করার জন্য দায়িত্ব । তারা সুন্দর ভাবে দাফন করেছে। বাতিঘরের এই মহৎ কাজে সহযোগিতা করার জন্য সকল শ্রেণীপেশার মানুষকে ওসি আহ্বান জানান।